আকাশে হাজার তারার ভিড়
তারা সব কেমন যেন পোষ মানা, সুস্থির!
বিদ্রোহের আগুন জ্বালিয়ে ধূমকেতু ক্বচিৎ কদাচিৎ
কী এক মায়াময় আলো নিয়ে
কী এক অসীম তেজ নিয়ে
আকাশের বুক চিরে তার দুরন্ত ছুটে চলা!


জ্যৈষ্ঠের অগ্নিবীণায় যখন তাপিত চরাচর
তখন আমার দেওয়ালে টাঙানো ছবিটার কথা মনে পড়ে!


শুধু এই একদিন নয়!  


বেণুকার সুরে ঘাস খাওয়া ভুলে
হরিণ যখন উদাস হয়ে চেয়ে থাকে-
যখন ঘুমের ঘোরে স্বপ্নেরা তেপান্তর পার হয়ে যায়-  
ঢেউয়ের মাথায় চড়ে খুশি দুলে ওঠে যখন
ষোড়শীর হৃদয় আঙিনায়-
যখন মেঘের কোলে সুন্দর শ্রাবণ নাচে মনোহর নটবর হয়ে-  


তখন আমার নজরুলের কথা মনে পড়ে! তখনও!