দুঃখ-দূর্দশা দেখে  
দয়া জাগতে পারে  
মায়া তৈরী হতে পারে  
প্রেম উৎপাদন! অসম্ভব


ঘটনার, গল্প হয়ে উঠতে সময় লাগে
সময় লাগে; তরল নদীর বুকে শক্ত বদ্বীপের মাথা তুলে দাঁড়াতে-
ভালোবাসা বড়ো ধীর গতির প্রক্রিয়া:
জাগতে সময় লাগে
সময় লাগে, ভাঙতেও


এই অবধি শুনে,
আমি জানি
তুমি, তর্ক জুড়ে দেবে-
আচ্ছা, বেশ
বলো তো,
কেউ কি দেখেছে
কতোটা হলে, তবেই সাত রাজার ধন?
আমি নিশ্চিত
আশা করি,একমত হবে তুমিও
কেউ দেখেনি, কোনোদিনও
সে অগাধ পরিমাপ-
ভালোবাসা, ঠিক পরিমাপযোগ্য নয়
ওটা চিরকালই মনগড়া-


মনকে ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে
জোর করে পোষ মানাতে গেলেই-
হয়, বিদ্রোহ করে উঠবে
নয়,সমঝোতা বয়ে বেড়াবে; আজীবন
তা বলে,
প্রেমের উৎপাদন! উঁহু অসম্ভব