বাতাসের গায়ে কান পেতে শুনি
সুর হাসি কলতানে উজ্জ্বল চমৎকার; ওপার  
এদিকটা মৃত্যুদিনগোনা অন্ধকার শুধু, মুমূর্ষু যন্ত্রণাকাতর  

মাঝখানে দুর্ভেদ্য এক কালো পর্দার প্রতিবন্ধকতা    
তবু, আলো তো! তাই, অস্পষ্ট হলেও,    
আবছা খানিক, চুইয়ে আসে নিঃসীম গাঢ় অন্ধকার ভেদ করে; এপারে


গল্প গাঁথায় শুনেছি
মন্ত্রশক্তির সীমাহীন মহিমা
নিমেষে অদ্ভুত কোন এক মায়ামন্ত্রবলে; হাজারো অদৃশ্য চমৎকার  


কান, সায় দেয় সবসময়; শোনা কথায়-      
যদিও, চোখ সবসময়েই; পরখ করে দেখতে চায়    
মেলাতে পারি না  
মিলতে পারি না যে!