ফুল বললেই  
প্রেম পুজো আদর যত্ন অথবা ভক্তি  
কোন জায়গাই নেই, অপমান অবহেলা বা অনাদরের  
তবুও বিভাজন; পঙক্তিতে পঙক্তিতে-  
পদে পদে উপহাসের বাঁকা চাহনিতে; দাবিয়ে রাখার অসম্মান    


মেঠো ঝিঙে ফুল শুধু নামেই এক ফুল!  
সমাদর পাওয়ার মতো বংশগরিমাটুকুও যে নেই তার  
শুধু ‘ফুল’ নামের এক মাঠ উপহাস বুকে বয়ে নিয়েই  
তার অনাদরের ধুলো-কাদার প্রান্তিক জীবন


সাজানো গোছানো টবের উচ্চ আসনে
জুঁই টগর গোলাপ চন্দ্রমল্লিকার অভিজাত কুলীনসভা
আর অন্ত্যজ ঝিঙে ফুল!  
আপন মনে নিজের প্রান্তভুবনে এক মাঠ হলুদ কার্পেট বিছিয়ে        
তবুও, পদে পদে তাকেই পেতে হয়, অযাচিত অপমান      


‘মানুষ’ নিছক কোন নাম নয়
কিছুটা সম্মান অন্তত আশা করে; মানুষের মতো!