বড়ো নিন্দুক তোমরা
সব কিছুতেই ভেজাল খোঁজো
বলি, ভেজাল নয়; মিশ্রণ।  
বিশুদ্ধ সোনা, মনোহারিণী গহনা
পারতো দিতে  
খাদ না মেশালে?
তোমাদের দুর্বল পাকযন্ত্রের কথা
ভেবেই তো, দুধে জল মেশাই
মিশেল দিই একটু আধটু
সত্যির সংগে মিথ্যে
সবই তোমাদের কল্যাণে!
যে প্রেমটাকে নিয়ে
ভরিয়ে তুলছো খাতায়
পাতার পর পাতা;  
সেই, আদি-অকৃত্রিম
প্রেমটাই কি আছে বিশুদ্ধ-খাঁটি?  
স্বার্থের বেনো জল মেশেনি তো
ভালোবাসার তুফানে?