সংখ্যার হিসেবে বয়স নিরানব্বই
প্রার্থিত পূর্ণতার একেবারে কাছাকাছি
তবু  অতৃপ্তি; তবুও অপূর্ণতার এক নিকষ কালো  
আচ্ছন্ন করে রাখে আমায়; সবসময়
না, প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলতে বসিনি আজ
হিসেব করতে চাইনি,
কি চেয়েছিলাম! অথবা, কি পেয়েছি!
ভাবনায় শুধু কি করতে চেয়েছিলাম! আর,
কতটা পেরেছি তার! কতটুকু!  
চুপ করে থাকতে পারিনি অন্যায় শোষণে  
সর্বস্ব পণ করেছিলাম পরাধীন দেশমাতৃকাকে মুক্ত করবো বলে
প্রার্থিত স্বাধীনতা এল; অনেককাল হল
তবুও দিকে দিকে অভাব; সততার-শিক্ষার-ন্যায়ের      
পথ খুঁজি তাই-
কাজ কখনো শেষ হয় না
পথ চলাও থাকে বাকী
শুধু পথ চেয়ে থাকে আগামীর আশায় আশায়
নতুন ভোরের; নতুন পথিকের
ছোট্ট ছোট্ট পায়ে আগামী নেমে এসে পথে    
পূর্ণ করবে আমার অপূর্ণ মনোকামনা;    
পড়ন্ত বেলায় আজ; এটুকুই শুধু প্রার্থনা।