শুধু অত্যাচারীর শাসন থেকে
নিজেকে মুক্ত করা নয়
নিয়মের বাঁধনে নিজেকে বেঁধে ফেলা!  


কাজটা সোজা ছিল না মোটে;
দেখতে হয় অনেকদূর অবধি
ভাবতে হয় সবাইকে নিয়ে


ভেবে আশ্চর্য হই পদে পদে
কতদিন আগেও; এতদিন পরের কথা!
কত আধুনিক
কি সর্বব্যাপী  
কত নিখুঁত
আলাদা আলাদা করে প্রত্যেকের জন্যে
সবাইকে নিয়ে সবার জন্যেও  


আমার গর্ব হয় এমন কল্যাণকর সংবিধানের জন্য
মাথা নুয়ে আসে আমার, অনন্য রূপকারের প্রতি