মরুভূমির মাঝে দাঁড়িয়ে,
শুধু মরূদ্যানই কি প্রার্থিত!  
একটুকরো রোদ,
একটু উত্তাপ কি
প্রার্থনা করি না আমরা!
কায়মনোবাক্যে;
                          -এ ভরা শীতে,


প্রার্থনাও কেমন পাল্টে পাল্টে যায়
চলমান ঋতুবদলের প্রসঙ্গে-


অনিবার্য ছিল ঢেউয়ের ফিরে যাওয়া-
তাকে আঁকড়ে ধরে কাছে রাখার,  
কোনো আবেদনই গ্রাহ্য হওয়ার কথা নয়;      


তবু, যেটা হওয়ার নয়; সেটাকেই,
সম্ভব করার মরিয়া প্রচেষ্টা-                          
ফিরতি পথের সেই ছুটন্ত পথিককে
ফিরে যেতে না দেওয়ার আকুল প্রার্থনা-
ফলস্বরূপ,  
শূন্য প্রতিধ্বনি শুধু,  ফিরে এলো রিক্ত হাতে-    


হিসেবের খাতা শুধু বোঝে,
পাওয়া- না পাওয়ার, পুঙ্খানুপুঙ্খ খতিয়ান
জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি, হয়তো ভিন্নরকম কথা বলে


কতো কথা হারিয়ে গেল উচ্চারণের ভিড়ে
কিছুটা থাকুক নাহয়,অনুচ্চারণে; প্রার্থনা হয়ে-