রিপ্লেসমেন্ট  দিয়ে
কাজ চালিয়ে নেওয়া, কোনরকমে
শূন্যস্থান যে তারই রেখে যাওয়া রত্ন সিংহাসন
ভরাট করা যায় না
গেলও না; অন্য কাউকে দিয়ে-


জীবনে  
একজন যায়; অন্য আর একজন আসে
কাজ থেমে থাকে না
সময় বয়ে যায়; জীবনও সমানে সামনে গড়ায়
শুধু তার অভাব রয়ে যায়-


আচ্ছা,সূর্যের তো এতো প্রতাপ
এই ক্ষমতাটুকু আছে কি তার!
সামান্য চাঁদের অভাব দূর করার-


অগণিত তারা
উজ্জ্বল আলোকময় তারা, প্রত্যেকে
তবু আকাশের বুকে
কী গাঢ় অন্ধকারময় ক্ষতস্থান; তার শূন্যস্থানের