এমন এক একটা সম্পর্ক থাকে না
ঝগড়াও নেই ভাবও নেই
ইট কাঠ যেমন থাকে আর কি
নিষ্প্রাণ পাশাপাশি
যে যার মতো আলাদা আলাদা


তবুও থাকে তারা, একসঙ্গে
গিঁট যেমন থাকে, একটার সঙ্গে আর একটা  
জটের মতো পাকিয়ে পাকিয়ে-


বাইরে থেকে বোঝা যায় না
তাদের অস্তিত্বের পৃথক সত্তা
শুধু তারাই জানে, পরস্পরে-
অভিন্ন অবস্থানে একাত্ম হয়েও
কতখানি ভিন্নতর তারা!


বিচ্ছেদের দূরত্ব বুঝতে গেলেও তো  
অবশিষ্ট কিছুটা প্রেম....
নৈকট্য বুঝতে গেলেও তো  
পরস্পরের প্রতি টান কিছুটা...


গিঁট পড়ে গেলে কি আর
এগোনো যায়!
খোলা দায়
ফেলে রেখে চলা দায়
ব্যর্থতা বড্ড মোহময়
ঘুরে মরে একই জায়গায়