সোনা বললে
আমরা বুঝি চকচকে মহার্ঘ
তুমি বললে,
সাধের বাংলা হবে স্বপ্নের সোনার
ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত জনগণের
সে এক সব পেয়েছির স্বদেশভূমি


পিতার সঙ্গে সম্পর্ক
সম্পর্কটা, সবসময়েই বড়ো আপন, বড়ো কাছের
তবু, অতটা কাছের নয়, যতটা বন্ধুত্বের-
অভিভাবকের দূরত্ব ঘুচিয়ে
তুমি এলে পাশে
তাই তো তুমিই প্রিয়তম; বন্ধু নামের যোগ্যতম

সমগ্র দেশ, গোটা জাতি
ধরল তোমার বাড়ানো হাত
ভরসার আশ্বাসে, পরম বিশ্বাসে
সোনার বাংলা গড়ার
তুমিই তো আসল কারিগর


একশো বছর-  
সময়টা বড়ো কম নয়;
তবু, তুমি তেমনই আছো, আজও
যেমনটা ছিলে, শতবর্ষ আগে-  


শতবর্ষ পরেও,
এমনই অবিকল একই থাকবে তুমি
আমাদের সন্তানসন্ততির মাঝে,
নিরন্ন ক্ষুধাতুর শীর্ণ মুখগুলোর একমাত্র আশ্রয় হয়ে  


'মুজিব শতবর্ষ'