যেহেতু, প্রাণধারণের জলের উৎস
নদীই, একমাত্র
তাই, ভিড়টা নদীর ধারেই, নদীকে ঘিরেই;
শিকার এবং শিকারী আর তাদের তাবৎ হত্যাকাণ্ড
এই, জল খেতে এসেই-


আমিও তো সুরক্ষা চেয়েছিলাম
নিরাপত্তা চেয়েছিলাম, নিরাপদ দূরত্বের-
কিন্তু, ওই যে, একবুক তেষ্টা যেমন বাধ্য করে, বধ্যভূমি জেনেও-


জীবিকা, আমার জীবনকে আজ বড়ো উৎকন্ঠায় বিঁধে রেখেছে