শিকড়ের শৃঙ্খলে আটকে পড়া পরাধীন গাছও
মাটির নিচের অন্ধকারের চোরাকুঠুরি থেকে  
ঘাড় উঁচু করেই স্বাধীনতা অর্জন করে; একটুকরো আকাশের


মুখ ঢেকে যায় মুখোশের ভিড়ে  
ঘোর লেগে যায় আলো আঁধারিতে
বহুরূপীর পোশাকে পরাধীনতাকেও স্বাধীনতা বলে মনে হয়!    


জলপ্রবাহ খালে ঢুকে পড়লেই, পরাধীনতার নাগপাশ  
আর নদীপথ খুঁজে নিতে পারলে
স্বাধীন হওয়া আটকায় তার! সাধ্য কার?