মৎ্স্য রাজ্য করে জয়
ফিরছে রাজা রথের পর।
বিজয় পতাকা উড়ছে রথে
'জয় রাজার জয়'।।


পঞ্চাশ শত হত্যা করে
মৎ্স্য রাজ্য জয় করে
সৈন্যের রক্তে হোলি খেলে
ফিরছে রাজা রথের পরে।


আজকে হবে মহোৎসব
রাজসভায় নৃ্ত্য আজ
একটা প্রশ্ন'ই জাগে মনে
বলো- জয় কার?


ওই যে শিশু পথে বসা
পিতার যুদ্ধে গেছে মাথা
অনাথ হয়ে করে চিৎকার
বলো  জয় কার?


বিজয়ী রাজার বিজয়োৎসব
ফিরেও রাজা তাকায় না আজ
পিছনে যারা দিল বলিদান
বলো আজ এই জয় কার?


'জয়ী হয়েই ফিরবো আমি'
বলে গেছে যাবার আগেই
নববধূ তাই আছে অপেক্ষায়
ফিরবে না আর- এই জয় কার?


কৃক্ক গেছে লাঙল ফেলে
শ্রমিক, মজুর সবাই যান
রাজার জন্য, রাজ্যের জন্য
রাজা চেয়েছেন আজ বলিদান।


বৃ্দ্ধ মাকে ফেলে রেখে
ওই কিশোর ও গেছে চলে
যৌ্বন তার ফিরবে না আর
এই জয় পতাকা কার?


রাজ্যে আজ আলোর মেলা
সুরা, সারী সবের খেলা
ওদের ঘরে তবুও অন্ধকার
ছি! ছি! এই জয় রাজার?


কৃষক গেছে লাঙল ফেলে
শূ্ন্য মাঠ কাঁদছে আজ
হয়নি ফসল, যুদ্ধে গেছে
রাজ্যে হাহাকার।


প্রাসাদে আজ আলোর মেলা
শত শত আহার বাহার
সবই আজ এই আয়োজন
সন্মানে শুধুই জয়ী রাজার।


তবুও মনে জাগছে বারবার
কে শুনবে ওই শিশুর চিৎকার
যার পিতা ওই যুদ্ধে হত
কার, এই জয় কার?