কলিঙ্গ যুদ্ধ কি বা ঘটেছিল তাতে
এক লক্ষ নিহত আর দেড় লক্ষ বন্দি
এই তো ঘটে সকল যুদ্ধেই,
তবুও কেন ইতিহাসে তার এত বেশি গুরুত্ব?


শত শত সৈ্ন্যের রক্তে হয়েছিল নদী লাল
কত মায়ের বিদীন কান্না শুনেছিল সময়
এতো ছিল নিছক যুদ্ধ নীতিই
তবুও কেন ইতিহাসে এটি স্নরনীয় যুদ্ধকাল?


মহামতি অশোক তুমি
পেয়েছ এই যুদ্ধে কোন মহামন্ত্র বল
যুদ্ধ নীতি ত্যাগ করে
কেমনে গ্রহন করলে ধরম নীতির ঢাল।


সাম্য, মৈ্ত্রী, প্রেম আর ভ্রাতৃ্ত্বের বাণী
কেমনে শোনালে বিশ্ববাসীকে
কহ আজ তা শুনি।


আজ এই স্বার্থপরতার যুগে
প্রেম আর প্রীতির বাণী শোনাতে
আজও দরকার একবার ঘটুক
সেই কলিঙ্গ যুদ্ধ আরেকবার।