খোলা মাঠেও এত শান্তি
জানতাম না আমি
যুদ্ধের সেই রাত্রিগুলি
মনে পরেই খালি।


তপ্ত রৌদ্র, প্রখর তাপ
সবই লাগে ভালো
যখন এগিয়ে যাই ফেলে রেখে
যুদ্ধক্ষে্ত্রের আলো।


স্টেশনের রেলের আওয়াজ
তোমার কানে বাজে,
সেটাও যেন গুলির শব্দ থেকে
ভালো আমার কাছে।


আকাশ পানে তাকিয়ে যখন
উলকা পরতে দেখি,
পিছন ফিরি, আঁতকে উঠি,
কামান গোলা নাকি?


লাল রক্তের  মাটি থেকে
এই রূঢ় মাটিও ভালো
ফসল এটি না দিলেও
অন্যের রক্ত মাখে নাকো।


খালের জলও আমার কাছে
পবিত্র গঙ্গা,
রক্ত নদী পার করেছি
এটাই তাই মদীনা।


কারখানার ধোঁয়া তোমায়
দেয় শ্বাস কস্ট
আমার সেই মনে পরে
বাতাসে বারুদের গন্ধ।


সবই আজ ভালো লাগে মোর
যা কিছু তোমার ভালো-মন্দ
কুরুক্ষেত্র শেষ করেছি
আঠারো  দিনের দ্বন্দ্ধ।


শশ্মানে তুমি শান্তি খোঁজো
তবে চল আমার সঙ্গে
তোমায় অপার শান্তি দেব
সেই শত শত মৃ্ত্যের যুদ্ধ ক্ষেত্রে।