পথের শেষে ওই  যে দেবালয়
বিঘ্য আছে, সেটা নিশ্চয়
পাথরেও প্রান আছে
সেটা বিস্ময়।


পথের দু'ধারে ওই বসে যারা
জানে না ভিতরে কোন দেব,
ওদের কাছে তো তারাই দেবতা
দানে যারা ভরায় ওদের পেট।


নারায়ন, দেখ, বসে আজ
ওদের মাঝে,
ছুড়ে দেওয়া ফলও নেবেন
কুড়িয়ে ওদের সাথে।


পথের শেষে ওই দেবালয়ে তাই
নাই ভগবান আজ
পথের দু'ধারে নারায়ন
করেন ভিক্ষুকের সাথে বাস।