রতন'বাবু সকাল বেলাই
থলে হাতে গেলেন বাজার,
সরকারী চাকুরী জীবি
মাইনে পেয়ে তাই মাস কাবার।


ইচ্ছে ছিল মাংস খাবে
এই আয়ে কোথায় হবে
আজকের তাই উঠবে পাতে
মাছ দিয়ে সারতে হবে।


পিঁয়াজ বেটা সেও দামী
অগ্নিমূল্য নাকি তার
ফর্দ থেকে বাদ-ই সেটা
দেখা যাবে পরের বার।


ঝিঙে দিয়ে পোস্ত খাবে
সেটাও কি আছে উপায়
পোস্ত বেটা আগেই দামী
ঝিঙেও তার ধরেছে হাল।


পটল দামী, বেগুন দামী
এখন তিনি করেন কি
ফর্দ থেকে সবই বাদ
বাজার থেকে নেবেন কী?


নুন নাকী এখনও
রয়ে গেছে সস্তা
এই ফাঁকে কিনে নিন
গোটা দুই বস্তা।