একুশ আমার নাড়ির বাঁধন  
একুশ রক্ত ক্ষরণ
একুশ যেন বাংলা ভাষীর
আনলো মহা মিলন
দেশ আমার হোকনা দুভাগ
জাতি ষোলয়ানা
পদ্মা - গঙ্গার দুইপারে বা
হোকনা বসত খানা
সেই ঘরের দালানে মা
দেয় যে বাছা ডাক
রবী -নজরুল ,হাসন - লালন  
গল্পে ,গানে থাক
ভরা নদী ছলাৎ ছলাৎ
বদর বদর বাণী
শস্য শ্যামল দুই বাংলার
শঙ্খ ,আজান ধ্বনি
দোয়েল ,শালিক ,কোকিল ফিঙে
সবুজ ধানের ক্ষেত  
দীনদুঃখিনি মায়ের আঁচল
নাইকো মোদের খেদ
এক ভাষাতে রাম ও রহিম
উঠবে ডেকে মা
একই রূপে সাজাবো মা  
তোমার প্রতিমা ।