সেদিন বাহিরে ঝরিছে ধারা
বিষাদ মেঘ ছায়া ফেলে, দিল ঢেলে
টুপ টাপ পড়ে কান্নার জল, বিষাদ বিহ্বল
চাপা কান্নার উঠিয়াছে জনরোল
রবী নাই, কবি নাই বলিছে সকল


মানি নাকো আমি, তার চেয়ে দামী
পড়িয়া রয়েছে সব
এত কান্না, এত বিরহের কবিতা সকল
যাহা রবে নীরবে
আমার হিয়ার মাঝে


যত বাঁধ ভাঙা গান, জীবনের জয়গান
মরমে দিয়েছে নাড়া
আমার ভিতর বাহিরে
আনন্দ গান দিবারাত যাহা বাজে
রবী নাই, কবি নই
কেমনে মানিবে অন্তরে


হয়তো মৃত্যু এসে নিয়ে গেছে দেহ
চিতা ভস্মের ছাই মিলেছে আকাশে
শুধু পট ছবিতে সাজাই ফুলমালা
ধূপের ধোঁয়ায় স্মরিবো চিরকাল
আর যে গানের ওপারে বসিয়া আসন পাতি
তাহারে পূজিবো মন মন্দিরে
সে রবী নাই , কবি নাই
যত বলে বলুক লোকে
২২ শে শ্রাবণ কে পারে ভুলিতে ।