আকাশে আভা , ফুরসৎ নেই
বাতাসে ঘ্রাণ ,দম ফুরায়
তোমার বুকের ,নরম ওমে,
কে সইবে তার অপেক্ষায় !


স্নেহের চাদর ,হিমেল হাওয়ায়
ক্রমে ধবল মাথার চুল,
দিন ফুরালে পাখিরা ফেরে
মোরে চাহ্, তবে মস্ত ভুল!


হয়তো আমি ফিরবো যখন
নিভবে আলো নিরব মুখর
তুমি তখন ও দূর আকাশে
উদাস বাঁশীর সুরে বিভোর।


অভিমানে কইবে না আর
অন্ধ সুখের গল্প কথা
ঝরবে বুকে , অভাগীনির
নীরব প্রেমের অশ্রু ফোঁটা ।


কইবো আমি শোনো নাগো
এলেম আমি চোখটি তোলো
হলো না হয় একটি দেরী
এবার পাগলী রাগটি ভোলো।


----------****---------