বহুদিন পর আবার ,স্কুল খুললো বেশ !
মুখে মাস্ক ,স্যানিটাইজ ,করোনা নেয়নি রেস্ট ।
সবাই সবার মুখের দিকে , কেবল চেয়ে থাকে
ঢাকা মুখে ,সবাই কেমন ,মিচকি মিচকি হাসে ।
এই কদিনে এমন হাল ,কেউ ঢ্যাঙা কেউ নাটা
কারো আবার লম্বা দাড়ি ,কারো চওড়া গোঁফটা ।
কারো মাথায় টাক পড়েছে ,কারো চুলে পাক
কেউ হয়েছে নাদুস নুদুস ,কারো শরীরে বাঁক ।
ক্লাস নিতে ম্যাডাম এসে ,হেঁকে উঠে বলেন -
গুগল মিটে লিংকটা দিলাম ,কাল যেওনা ভুলে ।
মনের ভুলে বোর্ডে লিখে ,হাঁকেন ভিজিবেল
স্টুডেন্ট বলেন ইয়েস ম্যাডাম ,করে দিয়েছি মেল
হোমটাস্ক যা দিলেন তিনি , দিলেন বেঁধে টাইম
স্টুডেন্ট বলে সাবমিট হবে ,টাইম টু টাইম ।
অনলাইন এর খপ্পরে আজ সবাই কেমন বশ ,
প্রিন্সিপাল এসে হাঁকেন ,অনেক হল ব্যস !
কল এগেইন গার্জেন মিটিং সারভাইভ দা ম্যাটার
ভারচুয়াল না গুগল মিট বলেন হেড টিচার !
হাসবো না আজ কাঁদবো ভেবে পাইনা এখন ,
মহামারী করোনা এসে শেখালো অনেক রকম ।