অন্ধকারে শুনি পদধ্বনি
আগামী তোর পায়ের শব্দ শুনি


শেষ মুহুর্ত্বে তাও যায় থেমে  
স্বপ্নরা যায় ভেসে
সব জমে আছে আশু আশঙ্কায়
বুকের কাছে এসে
উৎসবে নেই উৎসাহ
বাজে দূর্দশার গান
সূরে নেই রোশনাই
অমানিশায় ঝিঁঝিঁ পোকার গান
মিলনে আজ যন্ত্রনা
শরীরে অদৃশ্য বিষ
পৃথিবী চাইছে শেষ বিদায়
প্রকৃতি দিচ্ছে শিষ


যে সৃষ্টিতে এত সুখ ছিল
নয়নে মনোভিরাম
জীবন সাগরে ছিল উল্লাস
মানব মননে সঙ্ঘারাম
আজ ভালবাসার বৌদ্ধ শ্রমনী
ঢেকেছে মুখে কাপড়
রাত্রির ঘ্রাণে ,বাঁকা চাঁদ হাঁসে
অন্তঃপুরের ভিতর
হোঁচট লাগে একপলকে
সময় ফাঁপে ফেনায়
সব ভাবনা নিরুৎসাহের
দেওয়াল বেয়ে বেড়ায়
স্মৃতি রোমন্থন বুকের ভিতর
অতীতের ঘোরাঘুরি
আকাশ বাতাস আজ ও বাজায়
সুমধুর বাঁশরী
ভরা আকাশ নক্ষত্রের গায়
আজ ও আকাঙ্ক্ষার ভাষা
জীবন সবুজ ,আলোয় ভরুক
মনে জাগে শেষ আশা ।