উছলিয়া ওঠে রবী
পুবের পাহাড় হতে ,
গায়ে তার রাঙা আলো
ছড়ায়ে ধরণীতে ।
হরষিয়া ফুল হাসে
নানা রঙে বিকশিত ,
সুমধুর আঘ্রানে
মধুকর পুলকিত ।
নীড় ছাড়ি পাখি ওড়ে
আহারের সন্ধানে ,
কিচিমিচি কত সুর
ঝরে আজ গানে গানে ।
রবীর আতপ মাখি
বায়ুরাজ মনেপ্রাণে ,
বাহিছে শূন্যে তরী
দাঁড়ি যেন আনমনে ।
ঝিকমিক নদী স্রোত
বহে যায় কলকল ,
বালু চড়ে লেখে নাম
দিয়ে তার চোখে জল ।