যখন তোমার বেপরোয়া জীবনযাপন
তোমার ছোঁয়াচে অসুখ আমার দুর্বল শরীরে বাসা বাঁধে
তখন আমি করোনা পজেটিভ ।
তুমি অবহেলায় ,অনাদরে ছুঁড়ে ফেলতে চাও
আমাকে ডাস্টবিনে
নাকসিঁটিয়ে ,পাশকাটিয়ে চলে যাও আর বলে যাও পাপের ফল  
পাড়ায় ,মহল্লায় উল্লাস করে বলে ওঠো আর একটা মাল পাওয়া গেছে
পুলিশকে অহরহ ফোনে বল কখন নিয়ে যাবেন আপদ গুলোর
আর হুইপ জারি কর বাইরে না যাওয়ার ঘোষিত ফরমান
আমার ও পেট আছে ,খাদ্য চাই ,পানীয় চাই
জোগানদার কেউ নেই , ত্রিসিমানায় কোথাও নেই
হায়রে সমাজ , সুশীল সমাজ
ধিক্কার শত ধিক্কার ,তার ও ভাষা নেই
তুমি ও সাবধান হও! এখনো অনেক বাকি।


তোমার উদ্দীপনায় আমি আশাহত হই
তারওপর হয়তো অ্যাম্বুলেন্স এলো আমাকে নিয়ে গেলো
ব্যাস এইটুকু কোথায় ,আমি জানিনে ,অন্তহীন যাত্রা
বেড নেই , রেফার , রেফার --নিয়মের গেরোয়
এদ্বার ও দ্বার ঘুরে ক্রমশঃ নিস্তেজ হয়ে আসি
আমি মরতে চাইনা হাসপাতালের আগে
আমিতো হত দরিদ্র আর কিছু না থাকুক  
গ্রামের খোলা হাওয়ায় আমার প্রাণ শক্তি ছিল
আমি দাঁত চেপে তাই নিজেকে জাগিয়ে রেখেছি  
হায়রে সমাজ এতো অব্যবস্থা ,অবহেলা ,এতো অনাদর
তারপর অনেক কষ্টে জায়গা হলো
স্থান হলো কোনো হাসপাতালের আস্তাকুঁড়ে
এক পায়খানায় দশজন ,জল নেই ,সময়ে নেই খাবার
মশার বিষ দংশনে হয়তো অন্য রোগ বাসা বাধছে শরীরে
যোগাযোগ আজ বন্ধ ,বন্ধ আনাগোনা
আত্মীয় পরিজন দূর ,সম্পর্ক ক্রমশঃ ফিকে
আমি ও কেমন তলিয়ে যাচ্ছি  
তবু ও প্রাণ শক্তি নিয়ে বেঁচে আছি
এই কদিনে অনেক কিছু  হাড়েহাড়ে বুঝলাম   শিখলাম মানুষের মূল্যবোধ ,নীতি বোধ
দেখলাম প্রতিবেশীর আসল চেহারা
সমাজের অবক্ষয় , আরো, আরো অনেক কিছু
যদি ফিরে আসি কোনোদিন আবার মূলস্রোতে
মনুষত্ব নিয়ে নতুন করে তখন ভাবতে বসবো আবার ।