হিমেল হাওয়ায় বসন্ত চুমুক
হৃদয়ে প্রেমের গন্ধ
আগুন জ্বালানো শরীর তখন
উষ্ণতার খামে বন্ধ
নীল ধমনীর সোহাগ চয়ন
বোঝেনা ভালোমন্দ
শরীর মননে পূর্ণতা চাই
তোমার লাগি অন্ধ
পিপাসাতে উঠে আসে
মধ্য যামিনী ফুল
বাসর শেষে নষ্ট বীজে
খুঁজি জীবনের ভুল
ভুল খুঁজতেই জীবন জুড়ে
পাথর ভাঙা জল
মৃত্যু এলে শরীর ছাড়া
থাকে কই সম্বল
থাকার জন্যে চাইতে গেলে
অল্প সুখে থাকো
স্বপ্ন বাস্তব দুই ই আলাদা
একথা বুঝতে শেখো।
অনুভূতিতে ঈশ্বর লাভ
ছোঁয়া অশরীরী মন
নিজেকে ব্যতীত পর হেতু
সাজাও সযতন
ক্ষুদ্র হৃদয়ে সাজবে বাসর
সুখের মৌতাতে
ত্যাগের চেয়ে বড় কিছু
ধর্ম নয় এ জগতে।