গতর খাটান
জীবনের সুখ
তিনশ টাকার রোজে বেঁচে থাকে
তোমার নিম্নবিত্তের সংসার
টিভির সিরিয়ালে তোমার প্রেমিক স্বত্তা জাগুক
তোমার রোজে সোনাগাছির সুন্দরী ও অধরা
তারপর হাঁড়ি কড়ার ঝনঝনানি
ভালবাসার আমসত্ত্ব


তবুও ভোট দাও
জোট বাঁধো
উন্নয়নের আশায় পতাকা বও
সবার উন্নয়নে সামিল হও
এরওপর --
তোমার ভাগ হয় চুরি
উন্নয়নের বিজয়রথে ভাঙা পড়ে কুঠির
বঞ্চনায় বেরিয়ে আসে হাড়
প্রতিবাদ হীন
হাড় কঙ্কালসার


কাজ থেকে ফেরার আগে
দশ টাকার লটারি
আর কোটি টাকার স্বপ্ন নিয়ে
দিবা স্বপ্ন দেখো
এইভাবে ---
নিঃস্ব হতে হতে হয়ে যাও আর নিঃস্ব


ঠিক খুঁজে নেবে
লাইনে দাঁড়াবে
একপাইট বাংলা
ট্যাঁক খুলে ভিজে ঘামে ভরা টাকা
তুলে দেবে কাউন্টারের ভিতর
দুপেগ মেরেই শুরু করবে বাউলামি
উদ্ধার করবে দেশ ও দশের


তারপর টলতে টলতে
বাড়ির দরজায় দেবে হাঁক
বেমালুম নাক সিটকালে বাড়ির লোক
কেলিয়ে ক্যালেন্ডার বানাবে
দেখিয়ে দেবে মরদের মর্দানী
খুব বেশি নেশা হলে
কেলিয়ে যাবে রাস্তায়
রাস্তার কুকুর মুখ শুঁকে যাবে
আর তোমার উন্নয়ন পথে দাঁড়িয়ে হাসবে