রামের আজ অভিষেক
রহিম দেখে দূরে
কাশেম জ্বলে মনে মনে
রমেশ গান ধরে  


কেউবা হাঁকে জয় শ্রীরাম
কেউ গেরুয়া বেশ
কেউবা বলছে ঘোর অন্যায়
বেপথে আজ দেশ


মন্দির ছিল ,মন্দির হল
কেউ বা বলছে সঠিক
মসজিদ ভেঙে মন্দির গড়া
কারো মতে অনুচিত


অনেক চড়াই ,অনেক উৎরাই
অনেক হল লড়াই
সর্ব্বোচ্চ কোর্টের রায়ে
কেউবা করে হামবড়াই


যাদের নিয়ে এতো বিবাদ
এত আয়োজন
মুখফুটেও তারা বলেনি
তাদের কি প্রয়োজন


তারা কি কেউ লিখে গেছে
জাতি ধর্মের প্রথা
না সে ঈশ্বর দিয়ে গেছে
দলিতের বুকে ব্যাথা


তারাও কি চেয়েছিলো
তাদের ই আড়ম্বর
না তারা কখন বলেছিলো
আমাদের সেবা কর  


আমরা মানুষ ,সর্বনাশা
করি স্বার্থের ভেদ
ধর্মের নামে পোশাক আশাকে
করি নিজেদের বিভেদ ।


একই জন্ম মায়ের গর্ভে
একই রক্ত লাল
বৃথাই করি মন্দির-মসজিদ এ
নিজেদের বিবেক হালাল ।