ক্রমে ক্রমে ভুলেছি তোমার মুখ
শহরের ধুলো ঢাকা আস্তরণে
ইট পাথরের জীবন
স্বার্থপর , একার আমিত্বে
আমাদের  বিচরণ


মানিয়ে নিয়েছি ধীরে ধীরে
নক্ষত্রের ভিড়ে
যেমন খসে যায় তারা
আমার অস্তিত্বে আমি
নিজেই দিশেহারা


নি:শ্বাস নেই ফুরসতের
তবু ভালোবাসা অবিশ্বাসে ভরা
রক্তের সম্পর্ক গুলো
যায় বহুদূর চলে
পর এসে বাঁধে গাঁটছড়া


দিন শেষে রাত এলে
ক্লান্ত দেহে বিষন্নতার সুর
একাকি নির্জনে এসো সুখ
আমার এ বিজনে
প্রাণে দাও সুর ভরপুর।