অনেক দিন ছুঁয়ে দেখিনি কলম
হাতের আঙুলগুলো নিসপিস করে
মাথায় জমে থাকা উপচানো ভাবনা
খরচের খাতায় লেখাতে চায় নাম
আমি লিখতে পারিনি কবিতা অনেক কাল
হতে পারিনি স্বভাব কবি
এটাই আমার বদনাম।


হেমন্তের পড়ন্ত বিদায়ী বিকেলে
গুটি গুটি হেঁটে চলে আসে শীত
করুণ ভালবাসার অতল গভীরে দাঁড়িয়ে
বস্ত্র খুঁজি, একবস্ত্রে  সুখের বন্দী খাম
ভালোবাসার ভিখারী ঘোরে ফুটপাথে
ভালো মন্দ কি আছে তার কাছে
যে ভালোবেসে হয়েছে বদনাম।


আমি আনতে পারিনি পেড়ে চাঁদ
হতে পারিনি মহা সাগরের জল
আকাশ ভরা সুখে ভাসাবো তোকে
সেটুকু ও নেই আমার সম্বল
তবু তোর দুঃখে, বিরহী বিরহে
বালিতে লিখে যাবো নাম
না হয় কলম ফেলে এঁকে যাবো ছবি
তাতে হয় হোক আমার বদনাম।