ঝড় এসেছিল
রেখে গেছে তার অসংখ্য চিহ্ন
বিধ্বস্ত জীবনে ও রয়ে যায় গভীর ক্ষত
আমি,তুমি,ওরা যারা ভালোবাসে
হয়ে যাই জরাজীর্ণ!


জ্বলা আগুন নিভে যায়
হৃদয়ের তাপ জ্বলে ধিক ধিক
বিস্ফোরণে ফাটতে চেয়েও মন
বুকে জমা দুর্ভাগ্যের লাভা নিয়ে
আয়নায় দেখি ঠিক না বেঠিক


আমি , তুমি, ওরা
যারা ছায়াপথে করি বিচরণ
স্বপ্ন দেখি রোজ, করি লোভের খোঁজ
আশা নিরাশার ব্যাধি মাঝে
খুঁজি আলোর উত্তরণ


থাক অজস্র কাজ
রেখে এসো ভালোবেসে যাই
নইলে ব্যস্ততা আর অজুহাতে
একে অপরের হতে ক্রমশঃ
নিরুপায়ে দূরে আরো দূরে চলে যাই ।