আমন্ত্রন আজ মহুল বনে
শাল পাতাতে খোলা চিঠি
পাঠালো মোর বন বন্ধু
একদিন এক মাতাল রাতে
ঘোর লেগেছে মহুয়াতে
দ্রিমি দ্রিমি ঘুম নেশাতে
হাত ছুঁয়েছে বন বন্ধু
বলছে মোরে কুথা হতে
আসছিলিরে নতুন বন্ধু


আমি থাকি আরেক গাঁয়ে
বড় নদীর বাঁকে বাঁকে
সেথাই শুধু কেওড়া বনে
বক বসে সব সারে সারে
মাছ রাঙাটা ঝুপটি করে
টুটি টিপে মাছ যে ধরে
আর জেলেনি নদীর কুলে
ছাগনি জালে বাগদা ধরে
জেলেরা কেউ সারাদিনে
রাত জাগে সব নদীর বুকে
আর  কিছুরা বনে বনে
মধু ভাঙে আপন মনে
ধোঁয়া ফুঁকে মধুর চাকে  
কেউ বা ঢোকে বাঘের পেটে
চাষিরা সব গুন গুনিয়ে
বীজ বোনেরে মাটির বুকে
শ্যামলা সবুজ মাঠের পরে
সোনালি ধান স্বপ্ন আনে
সেথায় বন্ধু ভীষন খুশি
তোর এখানে কেমন টানে


মুখটি টিপে মনের বন্ধু
বলল হেসে ভাব বিলেসে
মোরা বড় সহজ সরল
তাল মাতালে খুশী পাগল
সারাটি দিনে লাল মাটিতে
লাঙ্গল ঠেলি গায়ের জোরে
মাটির বুকে আঁচড় টানা
নয় রে সহজ মরদ দেরে
পান্তা ভাতে আলুর মাখা
বল যে লাগে তার তরে যে
মেয়েরা হুই শাল বনেতে
শাল পাতাতে ভরে ঝুড়ি
বুড়োরা সব দাবার কোনে
আমোদে সব টানে বিড়ি
খুব খুশি রে পরব খনে
ভাদু টুসুর গানে গানে
ঘটি মাথায় মেয়েরা গায়
তালে মরদ কোমর দোলায়
ধামসা মাদল তালে তালে
একই সুরে পা যে লাচে
মহুয়া তে বুদ লাগেরে
মেয়ে মরদের নেশায় নেশায়


ওই সুময়ে আবার ইসো
নিমন্ত্রন রইল তোমায়
আমি বনের সে ও বুনো
তাই সে আমার বন বন্ধু
আবার যাবো লাল পাহাড়ে
ডাক পাঠালো বন বন্ধু  ।।
-------==-------