আয়োজনে উপস্থিতি, কিন্তু প্রয়োজনে মানুষ কই ?
পৃথিবী তো সেই আছে , আগের মানুষ কই  ?
এখন এখানে প্রাণ আছে , প্রাণের স্পন্দন বড় কম ,
এখন এখানে অনু আছে , অনুশোচনার অবনমন ।
প্রেম আছে , প্রেমিক স্বত্তা খুঁজে পাওয়া ভার
মন আছে , মানসিকতায় আর মানবিকতায় রোজ হার ।
এখন এখানে মানুষ আছে মনুষ্যত্ব আর নেই !
এখন এখানে জীবন আছে ,জীবিকায়  হারাই খেই ।
এখানে ধর্মের নামে আরাধনা শুধু মানুষের ভেদাভেদ ,
ধার্মিকতার জিগির তুলে , অনাচারে নাই খেদ ।
এখন ও এখানে জন্ম আছে , নেই জন্মের ঋণ শোধ !
মরণ সামনে নিশ্চিত ! তবু নেই মরণের ভীতি বোধ ।
পাপ পূণ্যের নীতি কথা থাকে বইয়ের ভাঁজে,
সম্পর্কের রোজ ইচ্ছেমৃত্যু ,অর্থ - বিত্তের মাঝে ।