আমি ফিরবো না সেখানে
ঘামে ভিজে যাওয়া বুনো গন্ধের আঘ্রাণে
অথবা হেমন্তের শিশির স্নাত সোনালী ধানের অঘ্রানে
কিংবা শীতের প্রথম আলোয় কাঁপতে কাঁপতে
বসবো না ধান সিদ্ধ করা উনানের পাশে  
খেঁজুরের রসের গন্ধ আর গুড়ের গন্ধে মৌতাত হবনা কখনো  

আর আসবেনা ফিরে নতুন ধানের নবান্নের সুবাস
আর বাসবেনা কেউ ভালো নিঃস্বার্থ ভাবে,
স্নেহ দিয়ে কেউ বলবেনা আমার বাড়িতে থেকে যা , খেয়ে যা  
কারণ আজ আমি আমরা নিজেরাই হয়ে গেছি স্বার্থপর
সমাজ সুচতুর ভাবে শিখিয়ে দিয়েছে
নীতিবোধ আর মূল্যবোধের ফারাক


আমি ফিরতে চাইলে ও
আর সেখানে সেই পরিবেশ নেই
জমি খেয়েছে লোনাজলে
আর গ্রাম ক্রমশঃ ডুবেছে শহরের বেনোজলে
কর্মহীনতা, করেছে ধীরে ধীরে শহরমুখী
মানুষ হারিয়েছে অস্থির সময়ের স্রোতে
আমি ও সবকিছু হারিয়ে
গা ভাসিয়েছি অজানা না ফেরার দেশে ।