এক পশলা বৃষ্টি হতেই
নদী হেসে সামনে দাঁড়ায়
অবাক আমি অসময়ে নদী হেথায়
জাগরণে সেযে আমার মন তটিনী
ভালোবেসে সম্মুখে আজ জলের রাণী
বললেম তারে হঠাৎ হেথায় কি কারণে
কইলো মোরে মেঘ বাদলের আমন্ত্রণে
তা ঠিক আছে তাই বলে এই জনপদে
বলল হেসে বইছি আমি ঘোর বিপদে
কেন সখী হঠাৎ বিপদ কি বা হোলো
তোমার স্রোতের তরঙ্গ সব কোথায় গেল
কোথায় তোমার কুল কাঁপানো মুন্সিয়ানা
দেখছি না তো নদীর বুকে তরীখানা
কুলে কুলে বালুক বেলা দেখছি নাতো
নদীর জলে আলোক ভেলা ভাসছে নাতো
নদী বলে অন্ধ নাকি আমার নাগর
বইছি আমি পথের বুকে তোমার শহর
আসল নদী নয়কো মোটে হঠাৎ নদীর মতই হওয়া
বৃষ্টি বারী এতই ভারী তাইতো নদী বয়ে যাওয়া
এক হাঁটু জল পেরিয়ে যখন সবাই এলো
নদীর প্রতি ভালোবাসা এক লহমায় মিলিয়ে গেল ।