------------
হে মোর দেবতা
একবার নেমে এসো
জরাজীর্ণ এই ঘরে
একদিন না হয় রবে
অভুক্ত অনাহারে
কতদিন তো থাকি


ভিক্ষার চালে যদি
পোকা নাই বা লাগে
ঘর ছাড়িয়ে দেব
রেঁধে যতন করে
আলুসিদ্ধ ভাতে
আমি খুবই তৃপ্ত
পেলেই গ্রোগ্রাসে
সাবাড় করি দ্রুত
তোমার জানি প্রভু
গিলতে লাগে বিষম
মানিয়ে গুনিয়ে নিও
কষ্টে সৃষ্টে এখন


ঘুমাতে ও দেব
ছেঁড়া মাদুর পেতে
মাথায় খড়ের বালিশ
খড় খড়িয়ে ওঠে
উড়েছে খড় চালের
রাঁধতে রাঁধতে ফাঁকা
সরু চাঁদের আলো
যাচ্ছে ফাঁকে দেখা
স্বপ্ন কোন দূর
ঘুম আসেনা চোখে
একরাত না হয় জেগে
রইলে আমার ঘরে
আমার যে কত রাত
অনিদ্রা অনাহারে


হে মোর দেবতা
একবার জেগে থাক
এমন ভাবে দিন
করেছি আমি গত
দিনগত ক্ষয়ে এমন
মরেছে কতশত
অর্থ চাইনা আমি
চাইনা খ্যাতির ঢাক
সমব্যাথী হয়ে নিও
সুখ দুঃখের ভাগ
-----==----