আজ পাশের লোকগুলো কে কেমন বিশ্বাসঘাতক মনে হয়
অন্ধকার হলে তাদের মুখগুলি কেমন অমানবিক  হয়ে যায়  
হিংসায় , লোভ , লালসায় কেমন হিংস্র হয়ে ওঠে
কেমন মুখের কষ বেয়ে গড়িয়ে পড়ে কামনার পুঁতি গন্ধময় লালা  
কেমন বিকৃত কামে শৈশবকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে
কেমন নারী শরীর রক্ত মাংসের দলা ভেবে কষাই হয়ে খেলা করে
আর একদিন এই সুরা মদির কাম গন্ধময় মানসিক ব্যাক্তিত্ব হয়তো
অসুস্থ সমাজের মাথার মণি হয়ে ঘুরে বিরাজ করবে
তাকে তোয়াজ করবে উপর ওয়ালা থেকে আমজনতা


আমি নিজের জন্যে আজ ততটা ভয় পাই না -
ঠিক যতটা পাই আমার বাড়ির মা ,বোন , স্ত্রী ,মেয়েকে নিয়ে
আমি নিজের অসুখ বিসুখে ততটা কষ্ট পাইনা
ঠিক যতটা পাই সমাজের এই নিকৃষ্টতম ব্যাধিতে
আমি নিজের মানসিক আঘাত যন্ত্রনায় যতটা না দুঃখী
তার চেয়ে ও বেশি দুঃখী যখন দেখি একজন আর্ত্ম পীড়িত -
অসহায় ভাবে সাহায্য চাইলে সে লাঞ্ছিত , নিপীড়িত , ধর্ষিত হয়
আমি কষ্ট পাই মানুষের হাতে মানব জাতির প্রতিনিয়ত এই অবক্ষয় দেখে ।


এখনো সময় আছে জেগে ওঠো বিশ্বাসঘাতক  মানুষ
তোমার জাতিসত্ত্বার উন্নয়নে জেগে ওঠ মানবিক হও ! বিশ্বাসী হও !
আর নরপিশাচ , রক্তলোলুপ জানোয়ারদের বুঝিয়ে দাও
কুকুর পাগল হলে তাকে কি করতে হয় ?