যে মেয়েটি ভালোবাসে
তুমি তার নাম জানো
সবাই তাকে বলে -বিরহিনী যক্ষ প্রিয়া
আমি বলি যক্ষ বুড়ি  
যে সংসার সন্তান সন্ততি সামলেও
ভালোবাসা কে
যক্ষের ধনের মত আগলে রাখে


এক জন্মের ভোরে প্রতিশ্রুতি দিয়েছিলো
প্রতি জন্মস্থানে ,জীবন সান্নিধ্য ক্ষনে
পাশে থাকবে ,ভালোবাসবে
কথা হয়েছিল স্বপ্নের দেশে বেড়াতে যাওয়ার
নিরুদ্দেশে হাঁটতে হাঁটতে ,
হাতে হাত রেখে দুজনে হারিয়ে যাওয়ার


তারপর যখন খুব ক্লান্ত হয়ে পড়বে
আমার কোলে মাথা রেখে আনমনা হবে
আমি তার চুলে আঙুল বুলিয়ে আদর করবো  
সে ঘুমিয়ে পড়বে পরম সুখে
সংসার যাতনার অবসন্নতা হতে
মাঝে মাঝে মুক্ত হবো কথা ছিল


সেই কথা গুলো জন্ম জন্মান্তরে
আগলে রাখো ,আমার যক্ষ বুড়ি
প্রতি জন্মের শেষ পলে ,
তাই চলে যাই আমরা দূরে
বহুদূর ওই তারার দেশে
আর বারেবারে ফিরে আসি এই সংসার সমুদ্রে
যক্ষের ধনের পূর্ণ অধিকার নিতে ।