সেদিন দোঁহে ,সাগরবেলায়
কুড়াই যত ঝিনুকমালা ,
খুঁজে ফিরি কোন ঝিনুকে মুক্তো ।
ভাঁটা গেলো জোয়ার হলো ,
বালুয় গড়া ঘর ভাঙলো
জোৎস্না হলো সাগর জলে লুপ্ত !
খেলার ছলে , ঝিনুক তুলে
আমার আঁচল ভরিয়ে দিলে ,
মনে মনে প্রেম হলো যে সুপ্ত ।
তোমার ও মন , অমূল্য ধন
যেটুক পেলেম রাখবো যতন
এসো দুজন ,দুজনে হয় যুক্ত ।