যৌবনের প্রথম বসন্তে
আমি ভালবাসা শিখেছিলাম
তোমাকে চেয়েছিলাম
প্রতি অন্ধকারে কামনা করেছিলাম
আর জীবনের আলপথ বেয়ে -
হাঁটতে চেয়েছিলাম হাত ধরাধরি করে  


তারপর অনেক জল গড়িয়ে গেছে
ধুয়ে যাওয়া মাটির উপর ,নব সৃষ্টির মত
অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছি আলগোছে
ছেলেবেলা হারিয়ে গেছে
যৌবন মুড়িয়ে গেছে
তুমিও বেনারসি শাড়ি আর আলতা পরে
ঘর সাজাতে গেলে বাবুদের অন্তঃপুরে


আমিও বদলে গেছি ,হয়ে গেছি
এক মানুষের মধ্যে অন্য মানুষ
স্বপ্ন ভেঙেছে ,কঠিন বাস্তবের জমিতে
আমিও সংসারী হয়েছি
সন্তানদের ক্ষুধার হাহাকারে
রোজ ছুটি প্লাটফর্মের জটলায়
এ গলি ও গলির আনাচে কানাচে ঘুরি অন্নসংস্থানে
ঠোঁট শুকনো হয়ে আসে ,শরীরে ক্লান্তি


বিষন্ন দীর্ঘশ্বাসে খুঁজি মুক্তির বাসনা
সেই মুক্তির প্রতীক্ষা আমাকে
মনুষত্বের পরিহাস দেখায়
জীবন মৃত্যুর ব্যবধান শেখায়
জীবনকে ভালবাসতে শেখায়
আজীবন -আমরণ।