সেদিন অশনি মেঘ গর্জিয়া আসিল ধেয়ে
কালের মানুষ কম্পিত বিহ্বল হয়েও ভাবে
ও ঝড় পাশকাটিয়ে যাবে চলে
আকাশের পিঙ্গল শোভা দেখে আর
ভয়ঙ্কর বিষন্নতাতে ও মুগ্ধতা খোঁজে  
তারপর ধুলো ঝড় উঠলেই
দুয়ারে দেয় খিল  
ঝড় এল , চালা উড়লো পাশের বাড়ির  
তার হয়নি এই ভেবে স্বস্তি পেয়ে
পরের জন্যে কুম্ভীরাশ্রু বইয়ে
স্ট্যাটাস দিল খানিক


এরপর ও একদিন আবার
এবার ঝড় নয় বান ডাকলো
রাজপদ প্রশস্ত বয়ে যাবে ঠিক
এই ভেবে , জলের বাহার আশে
বাতায়ন খুলে বসে থাকে
লহর আসে রাজপথ ভরে
শেষে জনপদ দিয়ে বয়ে যায়
মর্মঘাতী সুখ বুকে সেইটুক
তার বাড়িটি দ্বিতল ,
পুকুরে ঢালাই ফেলা ভাবেনি
অন্যকে ভীত মজবুতের পরামর্শ দেয়


একমেদ্বিতীয়ম আমি
কালের মানুষের বড় অহংকার
মাতৃ ভূমি হীন মানুষের জমির কামনা
জুড়তে গিয়ে হারিয়ে ফেলে অনেক কিছু
আমি আর আমাদের নিজস্ব স্বার্থ চিন্তা
সমগ্র জগতে একদিন একাকী করে
পশুরা দল বাঁধে এলাকা বাঁচাতে
সমস্বরে চিৎকার করে আগাম বিপদ উপেক্ষায়
আর কালের মানুষ বিপদের পরে
ভাগ বাঁটরা আর পরশ্রী কাতরতা নিয়ে
নিজেদের মধ্যে লড়াই এ ব্যস্ত !