ভাল লাগেনা ,মাঝে মাঝে ভাল লাগেনা
ভালবাসার বিনিময়ে তোমার এতো অহঙ্কার
ভালবাসি জেনেও কেমন করে পারো


দাঁড়াও ! একটু অপেক্ষা কর
সময় হলে অবশ্যই তুমি দেখবে
তোমাকে আমার পুরো অস্তিত্বটাই তুলে দেবো


সন্ধ্যার হারমানা নিস্পত্তি আর কতক্ষন
এখন তো রাত্রি হল , এবার ভোলো
স্বাতী ও অরুন্ধতী তো হাসছে আকাশে


ফিরিয়ে দিওনা আমাকে ,শূন্য হাতে
অন্ধকারে থেকেও জোৎস্নাকে ভালোবাসে নিশাচর
কাছে এসো ,পঞ্চেন্দ্রিয়ে জাগে প্রেমের প্রখর দহনে


সেদিন ঝিলমিলানো সন্ধ্যায় ,কথা দিয়েছিলে
সুখে দুঃখে থাকবে চিরকাল পাশে  
এখন কি হল ,চারিদিকে অবস্থাটা দেখো


অদৃশ্য শত্রুর হাতে মানুষের পরাজয়
সভ্যতা ডুবছে আশাহীন নিরাশার সলিলে  
একটু সবুর ! সব পাবে ,রাগ করোনা তুমি


তোমাকে রাগলে বেশ লাগে
যেন মেঘে ঢাকা ,ঘনঘটার আকাশ
একটু সোহাগে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে দুচোখে


লক্ষ্মী , একটু তাকাও ! কিন্তু হেসোনা যেন
ওইতো ঠোঁট উপচে হাসি বেরোচ্ছে চুপিচুপি
আর মেরোনা বুকে ,আমি মরে গেলে কে ভালবাসবে বলো ?