(ম্যানিকে মাগে হিতে)


আমার হৃদয়ের মণি,


তুমি আমার নয়নাভিরাম
তুমি স্বপ্নের দেবী
হৃদয়ের অলিন্দে যেমন করো আনাগোনা
আমার গৃহে পড়ুক তোমার পদচিহ্ন


মাকে বলেছি
মা একটা বিয়ে দে না,


এখন নয় , দিন বড় বিশ্রী  
এখন অসময় , বাহিরে মলমাস
ঘরে অভাব


আগে নিজে ভালো থাক


তাই -----
হৃদয়ের উৎসাহ গুলোকে
আগুনের মত জ্বলতে দেইনা  


তোমার শরীরের গঠন নিয়ে
আমি ভাবতে চাইনা
দুঃস্বপ্নের রাতে সুখের স্বপ্ন ও দেখতে চাইনা  
আমার শরীরে কামনার আগুন জ্বললেও
পতঙ্গের মতো পুড়তে চাই না
মোমের মত গলতে ও চাইনা


তবুও ----


(উরু প্রমেকে প্যাটেলনা)


আমি কারো প্রেমে পড়ে গেছি,
আমার হৃদয়ে এইটুকু বোধ
আমাকে দুর্ভিক্ষের সংসারে বাঁচতে শেখায়
ঘন ঘোর অন্ধকার শেষে একদিন আলো ফুটবে
সেই আশায় বিভোর থাকি


সেদিন বুক ঠুকেই বলবো  


(মা হিতা লাঙ্গমা দেবাতেনা)


মা একটা বিয়ে দে না,