আমি চাইনে কোনো অপরূপ রূপবতী,
আমি চাইনি সাত সমুদ্রের স্বর্ণ পুরীর রাজকন্যে।
আমি এ ও চাইনে আমার প্রেমিকা হোক অহল্যার মত নীরব পাথর,
আমি চাইনে সে মৎস্য কন্যা হয়ে করুক কেবল ই জলকেলী।
আমার প্রেমিকা ,আমার মানস কন্যা হোক মাটির ধরণীর সীতা
সন্ধ্যা ক্ষণে গলে বস্ত্রে ধ্যানমগ্না হোক তুলসী তলায়
গুনবতী হোক ,মানবিক হোক সমাজ, সংসার স্বজনে
অথবা আমার অবসন্নে শুনিয়ে দিক নিরলস কবিতা
সুখের আখরে গেয়ে যাক কোকিলের মত গান
বরষায় নেচে যাক ময়ূরের মত মন সুখে
আমি চাই সে হোক অন্নপূর্ণা, দীন অভাবীর কাছে
আবার প্রতিবাদ, প্রতিরোধে সে গর্জে উঠে, হয়ে যাক দেবী দূর্গা।