------------------------------
সব কি দেখানো যায়
না সব কিছু বোঝানো যায়
সবাই জানে  -- মানুষের মন বোঝা দায়
আমাদের শরীর বাঁধা থাকে মায়া সংসারে  
আর মন পড়ে রয় দূরের পাহাড় চূড়ায়
সে শিখরে আটকে আছে পূর্ণিমার মনোরম চাঁদ
তার মায়াময়ী জোৎস্না আমাদের মুখ জুড়ে
আর বুক জুড়ে সৃষ্টি সুখের উল্লাস !


সেই উদ্যাম মোহমায়া ---
আমাদের কে ভালোবাসতে শেখায়
তাইতো আমরা এতো ভালোবাসি    
যুগে যুগে আমাদের ভালোবাসা
সংসারের জাঁতাকলে পিষে যায়
যে ভাঙা ঘরে , রোদ-বৃষ্টি বাঁধন মানেনা
সেই ভাঙা চালে আমরা চাঁদ দেখে হাসি
ঘর সাজাই , মাটির প্রদীপ জ্বালাই ,
ঈশ্বরের আসন সাজাই , মঙ্গল কামনায়  


কালের করালে উদভ্রান্ত মানুষ
জন্ম থেকে মৃত্যু , চুক্তি বদ্ধ ক্ষয়ে যাওয়া ঋণে
সৃষ্টির আদি লগ্নে রচিত অঙ্গীকার নামা
মানুষের অমৃত লাভ আর অমরত্ব করেছে খারিজ
সীমা পরিমিত তবু সীমানা খুঁজে দেখি বারেবার
মৃত্যু আসন্ন তবু আমরা জীবনকে ভালোবাসি
একা আসা একা যাওয়া ,তবু সম্পর্কে বিশ্বাসী
আমাদের এই অদৃশ্য মোহ বন্ধন
মানব জাতিকে বেঁধেছে একসাথে আর গেঁথেছে এক মালায়  

সব সম্ভব নয় , তবু ও আমরা --
তিলে তিলে গড়ি আমাদের অস্তিত্বের স্থাপর্য্য  
রচনা করি সুখ দুঃখের ইতিহাস
বান বন্যা ,খরা মহামারী অথবা প্রলয় নাদে    
হয়তো এ সভ্যতা একদিন ধ্বংস হবে    
হয়তো কোনো এস্ট্রোনট এসে এঁকে দেবে
তার শেষ গভীর মৃত্যু চুম্বন!
আমরা সেদিন ফসিল হবো
আমাদের চির ঘুমিয়ে থাকা বুকে ছেনি হাতুড়ি নিয়ে -
আগামী সভ্যতা খুঁজবে মানুষের ইতিহাস
সেদিন ও সন্ধান পাবেনা আমাদের অবুঝ মনের পরিমাপ
---------------***------------------