এখানেই শেষ নয় , এখন তো নয়!
তোমার ও আসবে একদিন ,অবশ্যই মনে রেখো
আজ তোমাকে যারা করছে বঞ্চিত,  করছে অবহেলা
একদিন তারা ও লেখাবে নাম
সেই বঞ্চিত অবহেলিতদের দলে।


হিংসা করোনা , হিংস্র হয়ো না
কারণ হিংসা তোমার শরীর মননের ক্ষয়!
আর হিংস্রতা বন্য প্রানীদের শোভা পায়
এখনো অভ্যাস করো এই ঘর,
সমাজ আর সর্বোপরি জীবন-
সবই নশ্বর, অনিত্য,
সভ্যতা আর সময়ের কাছে সে চিরকাল ক্ষণ ভঙ্গুর


ভগবানের দোহাই নয় , সময়ের তো নয়ই
দরজায় খিল দিয়ে ,চোখে ঠুলি পরে জগৎ দেখো না
আশার কর্ম না করে উচ্চাকাঙ্খী হয়ে
হতাশার আকাশ মেপো না
কর্মের সাথে , মানুষকে মানুষ বলে ভাবতে শেখো
একদিন তুমি ও মানুষের মাঝে এসে
তোমার ক্ষুদ্র মানব হৃদয়ে অবশ্যই
অনাবিল মুক্তি সুখ পাবে ।