আগুনে রেঙেছে চুলের ডগা, কানে গোঁজা হেডফোন -
কে টি এমে হয়তো লেখা বাইকবাজ অথবা ফাটকা মরণ
হুশ করে যাও, বেপরোয়া, চিৎকার করে বলে কেউ
শালা কন্ডোম ফাটা অথবা টিকিট আছে কাটা জানেনা কেউ
বললো কে কি যায় কি আসে তাতে
অগাধ যৌবন, অবাধ বন্যতা, আছে পিছনের সিটে
জ্বলছে সিগারেট পুড়ছে মন
হাতে বিয়ারের ক্যান, স্বাধীনতার চরম লক্ষণ


লিকলিকে শরীর নেশা নেশা খেলা
কোন অতলে খুঁজতে চাইছো মুক্তি এইবেলা
নারী আছে সুরা আছে শুধু বেকার কর্মহীন
পার্থিব সুখ বেশ ভাল বোঝো হওনাতো বন্ধুহীন
যত অধিকার, আদিখ্যেতা,বায়নাকারী জীব
জন্ম দিয়েই পাপের ভাগি ঘরে বসা বুড়ো  সদাশিব  
এক একটা দিন এক এক মেয়ে, ছেলে আনে ধরে
একদিন বলে এটা ভালবাসা অন্যদিনে আর একটাকে বউ করতে চায় ঘরে
স্ট্যাটাস দেখানো পোশাক ফ্যাশান
শিক্ষা দীক্ষা মোবাইলে,আর আছে গুগলে টনটনে জ্ঞান  
  
তুমি তো পুরুষ কালপুরুষ না কাপুরুষ ভেবে নেই কাজ
বিপদে নেই, শোভা যাত্রায় নেই
কর বিসর্জনের আগে নাচ
তাও বোতল বলে বলীয়ান তুমি
সম্মুখ সমরে কত বড় বীর জানে তিনি অন্তর্যামী
উত্তর পুরুষ কোন অবক্ষয়ে দেখাবে উত্তরাধিকার
সময় হয়েছে পুরুষোত্তম জাগো আর নষ্টামী ছাড়ো এইবার ।