ডুবতে চায় স্বপ্নের পৃথিবী
বিষন্ন কালের গভীর জলে
অবিশ্বাসে ভরে ওঠে মন
আশঙ্কায় চিত্ত ওঠে দুলে


যে জীবন সবুজ ভালবাসায়
ডানা মেলে ছুঁতে চায় ভোর
চয়ন করা প্রেমের স্নিগধ গোলাপ
আজ পেলোনা তাহার কদর


শব্দ সাদা আকাশ কালো ধোঁয়ায়
ফুসফুস সব হয়ে গেছে কালো
তোমার ঠোঁটের উষ্ণ চুম্বন
লাগছেনা তাই কারোর আজ ভালো


আমার মনে ফাগুন ঝরা রাত
আগুন পোহায় অসুখের শিকেয়
তোমার শখের নীল প্রজাপতি
নীলকণ্ঠ গরল নামায় বুকে


এমনি করে অমৃতের দেহ
তিলে তিলে করছি তিমির দান  
মিছেই ছুটি অর্থ বৈভবে
জীবন কেবল বদ্ধ রঙিন খাম


খাম খুলতেই বেরিয়ে পড়ে হাড়
হাড় নয় এ আমাদের হার
খুঁজতে গিয়ে সেই হারের মানে
মানব জনম হলো যে ছারখার ।