আশঙ্কায় টালমাটালে
নেভা প্রদীপের সলতে
আর কতদূর যেতে হবে
বিশল্যকরণী খুঁজতে
ইঁদুরের মত টেনে বেড়াই
আমি ও ইতস্তত
জীবন বৃত্তের সঞ্জীবনী সুধা  
আর সকলের মত


বর্ডারে দুন্ধুভি
কড়া-নাকড়ায় বাজে তুর্জ
গোলা বারুদের ঘ্রাণ
যুদ্ধ এসেছে , হে আর্য
আমার রক্তে সবল ,
শক্তির মহাবীর্য
তোমার মনোবল
বাড়ছে দেশের শৌর্য    


বিশ বয়সী যুবতীর গর্ভে
আমার জমানো ফসল  
ভালোবেসে অঙ্কুরিত বীজ
করেছে লালন পালন
অন্ধকারে বৃদ্ধ পিতার
গলায় লালন সুর
মন্দির দরগায় মাথা খুঁটে
মায়ের ভীষণ অসুখ  


বারুদ নিয়ে শেষ সীমানায়
সাজাই গোলায় তোপ
এবড়ো খেবড়ো অসমতলে
মরুদ্যানের খোপ
রক্ত ঝরছে গোলা বারুদে
তাহার স্তুপের উপর
তোমার ছবি বুকে রেখে
আর এক জন্মে বিভোর


হঠাৎ শব্দ ! চোয়াল ভেঙে
বুলেট বিদ্ধ শরীর
বুকের রক্ত মাতৃভূমি
আমাকে বলবে শহীদ
কুচকা আওয়াজ , ফুলের স্তবক
ভাঙবে সুখের ঘর
সে ঘরে ও দিয়ে গেলাম
দেশের অনুচর ।
------------------------