প্রয়োজন ছিল ভালবাসাকে বুঝবার
অপ্রয়োজনেও মনের মানুষকে খুঁজবার
তার সুখের আয়োজনে মাতবার
আর এক সাথে দুঃখের সাগরে ভাসবার ।
কিন্তু না, আমরা পারি না; এসব কিছু
শুধু লোভ-লালসা , অর্থ-বিত্ত পিছু --
ধেয়ে চলি বারেবার --
সেখানে সবার হার ।


তারপর একদিন শত আড়ম্বরে -
সবাই বড় একা!
দুই চক্ষু ভেসে গেলে ও প্লাবনে  ,
মনের আগুন যায়না রোখা।
কোথা সেই ফাগুন ?
নিঙাড়ি ও আসে না ঘুরে ।
তখন রূপ নয় ,ঐশ্বর্য্য নয়;
শুধু তোমাকেই
তোমাকেই খুঁজে মরে ।